এই গরমে লেবুর শরবত (ভিডিও দেখুন)
প্রচণ্ড গরমে অস্থির হয়ে উঠেছেন নিশ্চই! গরমের ক্লান্তি দূর করতে তাই এক গ্লাস শরবত খুবই দরকার। আর সেই শরবতটি যদি হয় লেবুর শরবত, তবে তো আর কথাই নেই। ক্লান্তি দূর হবে নিমিষেই। গরমের দিনে লেবুর শরবত আমাদের খুবই প্রিয় একটি পানীয়। এক গ্লাস লেবুর শরবত যেন আমাদের মন এবং শরীর দুটোকেই প্রশান্ত করে দেয়। আসুন জেনে নি কিভাবে ঝটপট তৈরি করবেন লেবুর শরবত।
উপকরণ :
– লেবু
– বিট লবণ
– চিনি
– গোলমরিচ
– পুদিনা পাতা
– ফ্রিজের ঠাণ্ডা পানি।