ঈদে বাবুর ‘স্বার্থপর’

Spread the love

ঈদকে সামনে রেখে নতুন গান নিয়ে আসছেন অভিনেতা ও কণ্ঠশিল্পী ফললুর রহমান বাবু। ‘স্বার্থপর’ শিরোনামের গানটি লিখেছেন গীতিকবি সাইফুল বারী এবং সুর করেছেন আমজাদ বিপ্লব।

গানটি প্রসঙ্গে ফললুর রহমান বাবু জানান, সাইফুল খুব ভালো লিখেছে। গানটি ভক্ত শ্রোদের মন জয় করে নেবে বলে আমি বিশ্বাস করি।

গীতিকবি সাইফুল বারী বলেন, এটা আমার খুবই পছন্দের একটি গান। আর গেয়েছেনও ভীষণ পছন্দের একজন গুণী মানুষ। সব মিলিয়ে দারুণ হয়েছে। আশা করি, সবার কাছে ভালো লাগবে।

সম্প্রতি গাজীপুরের খামার বাড়িতে নতুন এই গানটির ভিডিও নির্মাণ করেছেন নির্মাতা এসএম আলামিন কবি। এতে অভিনয় করেছেন রাকি সুলতান, নওরিন জাহান, শাকি, শাহ জালাল রোজবি সর্দারসহ আরও অনেকে।