ইমন-মান্তাশার নয়া রসায়ন
চিত্রনায়ক ইমন ও লাক্স তারকাভিনেত্রী মিম মান্তাশা। এ পর্যন্ত দুটি নাটকে অভিনয় করেছেন তারা। তৃতীয়বারের মতো তারা দু’জন আবারও জুটিবদ্ধ হলেন। অভিনয় করলেন একটি টেলিফিল্মে। নাদের চৌধুরীর নির্দেশনায় টেলিফিল্মের নাম ‘ভুল মানুষ’।
নাদের চৌধুরী জানান, আগামী ২১ সেপ্টেম্বর ‘ভুল মানুষ’ টেলিফিল্মটি দুপুর আড়াইটায় চ্যানেল আইতে প্রচার হবে।
উল্লেখ্য, ইমন ও মিম মান্তাশা প্রথম তুহিন হোসেনের নির্দেশনায় গেল ঈদুল ফিতরে ‘টোনাটুনির প্রেম’ নামের একটি নাটকে অভিনয় করেন। এরপর ঈদুল আজহায় দ্বিতীয়বারের মতো তানিয়া আহমেদের নির্দেশনায় ‘যে ভুলে তোমারই ভুলে’ শীর্ষক নাটকে অভিনয় করেন তারা।