ইউটিউবে রেদওয়ান রনির ‘দাওয়াত’

Spread the love

জনপ্রিয় পরিচালক রেদওয়ান রনি। অনেক দর্শকপ্রিয় নাটক-টেলিফিল্ম উপহার দিয়েছেন তিনি। গত ঈদুল আজহায় প্রচার হয়েছে তার নির্মিত টেলিফিল্ম ‘বিয়ের দাওয়াত রইলো’। মারুফ রেহমানের গল্পে টেলিফিল্মটির চিত্রনাট্যও রচনা করেছেন রেদওয়ান রনি। প্রচারের পর ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে এটি।

এবার মুক্তি পেলো এতে ব্যবহৃত ‘দাওয়াত’ শিরোনামের গানটি। মোশাররফ করিম, মিথিলা, স্পর্শিয়া, মনোজ কুমার, সুমন পাটোয়ারী, মুকিত জাকারিয়া অভিনীত হাস্যরসাত্মক ‘বিয়ের দাওয়াত রইলো’ ঈদে দর্শকদের বাড়তি আনন্দ দিয়েছে। এবার এলো প্রতীক্ষিত ‘দাওয়াত’ গানের ভিডিও। ‘মন খুলে হয়ে যা রে লাউড, দাওয়াতে নাচবে ফুল ক্রাউড’- এমন কথার বিয়ের গানের সঙ্গে নেচেছেন অর্চিতা স্পর্শিয়া। তার সঙ্গে তাল মিলিয়েছেন মোশাররফ করিম ও মিথিলা। গানটি দেখা যাচ্ছে বাংলাফ্লিক্স ও বাংলাঢোলের ইউটিউব চ্যানেলে। শর্মি হোসেইন ও অম্লান চক্রবর্তীর কথায় এর সুর ও সংগীতায়োজন করেছেন অম্লান চক্রবর্তী।

আর গানটিতে কণ্ঠ দিয়েছেন তৃষা চ্যাটার্জি। টেলিফিল্মটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেন- মোশাররফ করিম, মিথিলা, মনোজ কুমার, সুমন পাটোয়ারী, মুকিত জাকারিয়া, শামীম জামান, চৈতী, নাফা, সোহেল খান প্রমুখ। টেলিফিল্মে দুটি গান ব্যবহার করা হয়েছে। হৃদয় খান ও স্টুডিও ফিফটি এইটের গাওয়া একটি রোমান্টিক গান এবং একটি আইটেম সং রয়েছে। আইটেম সং-এ অভিনয় করেন হালের জনপ্রিয় অভিনেত্রী স্পর্শিয়া। ৩১ আগস্ট রাত ১১টায় বেরসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভিতে এটি প্রচার হয়।