ইউটিউবে প্রকাশ পেয়েছে আরফান নিশো ও সীমানা অথৈর ‘কাঁচের দেয়াল’

Spread the love

২০ সেপ্টেম্বর রাতে গানচিল মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে আরফান নিশো ও সীমানা অথৈ অভিনীত নাটক ‘কাঁচের দেয়াল’।

দুই তারকা ছাড়াও এতে অভিনয় করেছেন মিলি বাশার, সাগর হুদা। নাটকটি পরিচালনা করেছেন বিপ্লব ইউসুফ। সিনেমাটোগ্রাফার হিসেবে কাজ করেছেন ইমরাউল রাফাত ও বিল্পব ইউসুফ।

বিপ্লব ইউসুফ বলেন, ‘আমার নাটকের আলাদা একটা ঢং আছে। আমি সব সময়ই চাই গল্পের ওপর জোর দিতে। এই নাটকের বেলায়ও তাই হয়েছে। টিভিতে নাটকটি প্রচারের পর খুব সাড়া পেয়েছি।

ইউটিউবের ভক্তরা এটি দারুণভাবে গ্রহণ করবেন বলে আমার বিশ্বাস। নাটকটির মধ্যে সবাই নতুন কিছু পাবেন।’

নাটকটির ইউটিউব লিংক- https://youtu.be/1xrOnUs8ulk