বৃহস্পতিবার রাত ১১টায় এ অনুষ্ঠানে ১২টি গান পরিবেশন করবেন দলটির সদস্যরা। বাংলাদেশের ব্যান্ড সঙ্গীতের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব সদ্য প্রয়াত আইয়ুব বাচ্চু স্মরণে নিজেদের লেখা একটি গানও গাইবেন তারা।
প্রসঙ্গত, নকশীকাঁথার জন্ম ২০০৭ সালে। তাদের গানের উপজীব্য লোকগান। এ ছাড়া বিভিন্ন সামাজিক সংকট নিয়েও লোকজ সুরে গান করে থাকে দলটি। বাঙালি ও বাংলাদেশের মানুষের সঙ্গে লোকগানের অবিচ্ছেদ্য সম্পর্কের রূপটি তুলে ধরার প্রয়াস চালিয়ে যাচ্ছে তারা।
নকশীকাঁথার ভোকাল সাজেদ ফাতেমী বলেন, আমরা বাচ্চু ভাইয়ের ‘সেই তুমি’ গানটির চলন ও সুর ঠিক রেখে তার বিভিন্ন বিখ্যাত গানের শিরোনামগুলো আমাদের গানটিতে অন্তর্ভুক্ত করেছি। এ ছাড়া এই লাইভে আমরা লোকগানের বিভিন্ন ধারা- যেমন জারি, পুঁথি ও কীর্তনও পরিবেশন করব আমাদের ঢঙে। আশা করছি, শ্রোতারা সঙ্গীতানুষ্ঠানটি বেশ উপভোগ করবেন।