আইটেম গানে নাচলেন নুসরাত ফারিয়া

Spread the love

মার্চের শুরু দিন বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। বাগদানের বার্ষিকীতে জানিয়েছেন, প্রেমিক রনি রিয়াদ রশিদের সঙ্গে সম্পর্ক চুকিয়ে দিয়েছেন তিনি। এরপর জানালেন, কলকাতার ওয়েব সিরিজ ‘আবার প্রলয়’তে দেখা যাবে তাঁকে।

জনপ্রিয় সিনেমা ‘প্রলয়’ সিক্যুয়েল তৈরি হচ্ছে। যা ওয়েব সিরিজ আকারে নির্মাণ করছেন রাজ চক্রবর্তী। আর তাতেই আইটেম গানে কণ্ঠ দিয়েছেন ফারিয়া। পর্দাতেও থাকবেন তিনি। সিরিজটির নাম ‘আবার প্রলয়’।

ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, ইতোমধ্যে নুসরাত ফারিয়া পাওয়ার প্যাকড এই আইটেম গানের শুটিংয়ে অংশ নিয়েছেন। এর কোরিওগ্রাফার হিসেবে রয়েছেন বাবা যাদব।

‘আবার প্রলয়’র মুখ্য চরিত্রে দেখা যাবে শাশ্বত চট্টোপাধ্যায়কে। তার চরিত্রের নাম অনিমেষ দত্ত। এটির গল্পসুন্দরবনের নারীপাচার চক্র নিয়ে। ওয়েব সিরিজটি মুক্তি পাবে ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম জিফাইভে।