অবিবাহিত হুমা কুরেশির বেবিবাম্প (ভিডিও)

Spread the love

হুমা কুরেশি এমনই একজন বলিউড অভিনেত্রী যিনি বলিউডের জিরো ফিগার নীতিতে চলেননি কখনোই। তিনি তার অভিনয় দক্ষতার ভিত্তিতে অনেক ভালো ছবিতে কাজ করেছেন, হয়ে উঠেছেন ওটিটি প্ল্যাটফর্মের রানি।

ওটিটিতে হুমার একের পর এক দুর্দান্ত ছবি এবং ওয়েবসিরিজ মুক্তি পেয়েছে। পাশাপাশি বলিউডের জমকালো ছবিতেও হাজির হয়েছেন হুমা কুরেশি।

বলিউডে অনেকবার বডি শেমিংয়ের শিকার হয়েছেন হুমা। কয়েকদিন আগে নিউজ১৮ রিল অ্যাওয়ার্ডসে হাজির হয়েছিলেন অভিনেত্রী হুমা কুরেশি। বেগুনি রঙের পোশাকে আলো ছড়িয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে হুমার সেদিনের কিছু ভিডিও, সেখানে তাকে দেখে অনেকেই মন্তব্য করেছেন হুমা অন্তঃসত্ত্বা কি না।

ওই ভিডিওতে হুমা কুরেশির বেবিবাম্প দেখা যাচ্ছে। এই ভিডিও ভাইরাল হতেই ভক্তরা প্রশ্ন করতে শুরু করেন। অনেকেই বলছেন, হুমা কুরেশির বিয়ে ছাড়াই অন্তঃসত্ত্বা হয়ে গেলেন?

এদিকে সম্প্রতি বেশ ঝামেলা হয়েই আলাদা হয়েছেন হুমা ও তাঁর প্রেমিক। এক সূত্র জানাচ্ছে, এই সম্পর্ক নাকি আর কিছুতেই জোড়া লাগবে না।

সিঙ্গল হুমা কুরেশি! হ্যাঁ, ঠিকই পড়ছেন। তিনি এখন কারও সঙ্গে সম্পর্কে জড়িয়ে নেই। ব্রেকআপ হয়েছে অভিনেত্রীর। টানা তিন বছর সম্পর্ক ছিল তাঁদের। বলিউডের চিত্রনাট্যকার মুদস্সর আজ়িজ়ের সঙ্গে সম্পর্কে ছিলেন হুমা। এবার ছাড়াছাড়ি হল তাঁদেরও। খবর ছাড়াতে বেশি সময় লাগেনি। শোনা যাচ্ছে, বেশ ঝামেলা হয়েই আলাদা হয়েছেন তাঁরা। এক সূত্র জানাচ্ছে, এই সম্পর্ক নাকি আর কিছুতেই জোড়া লাগবে না।

মুদস্সর আগেই খবরের শিরোনামে এসেছিলেন তাঁর ব্যক্তিজীবনের কারণে। তিনি একটা সময় মিস ইউনিভার্স সুস্মিতা সেনকে ডেট করেছিলেন। তার অনেকগুলো বছর পর হুমার সঙ্গে সম্পর্ক তৈরি হয়। হুমা যে ‘ডবল এক্স’ ছবিতে সোনাক্ষী সিনহার সঙ্গে কাজ করলেন, তার চিত্রনাট্যও লিখেছেন মুদস্সরই।

ছাড়াছাড়ি হলেও, হুমা এবং মুদস্সর নাকি বন্ধু হিসেবেই থাকবেন। জানিয়েছেন তাঁদের এক পরিচিত। সম্পর্ক ভাঙার সঙ্গে-সঙ্গে মুখ দেখাদেখি বন্ধ করছেন না তাঁরা। সেই পরিচিত আরও বলেছেন, “হুমা-মুদস্সর প্রাপ্তমনস্ক ব্যক্তি। তাঁদের সম্পর্ক ভাঙতে পারে। কিন্তু বন্ধুত্ব অটুট আছে। পরবর্তীকালে একসঙ্গে পেশাদার কাজেও যুক্ত থাকবেন তাঁরা। একসঙ্গে ছবির প্রযোজনাও করবেন দু’জনে।”