অপূর্বর নতুন ধারাবাহিক ‘অব দ্য রেকর্ড’
জিয়াউল ফারুক অপূর্ব টিভি নাটকের জনপ্রিয় ও ব্যস্ত অভিনেতা।
সম্প্রতি নতুন একটি ধারাবাহিক নাটকে অভিনয় শুরু করেছেন তিনি। ধারাবাহিকের নাম ‘অব দ্য রেকর্ড’। পরিচালনা করছেন সৈয়দ শাকিল।
অপূর্বের বিপরীত অভিনয় করছেন জাকিয়া বারী মম। এরই মধ্যে নেপালে নাটকটির প্রথম লটের কাজ শেষ হয়েছে।
অভিনয় প্রসঙ্গে অপূর্ব বলেন, ‘‘ধারাবাহিক নাটক খুব কম করা হয়। ‘অব দ্য রেকর্ড’র গল্প পছন্দ হয়েছে বলে করেছি।
এ নাটকের চরিত্রটি একেবারেই ব্যতিক্রম। বরাবরই দর্শকরা আমাকে ভিন্ন ভিন্ন চরিত্রে দেখে থাকেন। আশা করছি, সবার ভালো লাগবে।’’ নাটকটি শিশগিরই একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে।