অঙ্কুশ-ঐন্দ্রিলার ‘লাভ ম্যারেজ’ নববর্ষে
নববর্ষে অঙ্কুশ-ঐন্দ্রিলার ‘লাভ ম্যারেজ’
কলকাতার আলোচিত প্রেমিক জুটি অঙ্কুশ-ঐন্দ্রিলা। কবে তারা প্রেম ছাপিয়ে গাঁটছড়া বাঁধবেন তা নিয়ে যেন কৌতুহলের শেষ নেই। তবে বাস্তবে না হলেও পর্দায় এবার সেটাই দেখতে যাচ্ছেন দর্শকরা।
বাংলা নববর্ষে মুক্তি পাচ্ছে পরিচালক প্রেমেন্দু বিকাশ চাকির রোম্যান্টিক কমেডি সিনেমা ‘লাভ ম্যারেজ’। ছবিটিতে জুটি বেঁধেছেন অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেন। এছাড়াও ছবিটিতে অভিনয় করেছেন রঞ্জিত্ মল্লিক, অপরাজিতা আঢ্য ও সোহাগ সেনকে।
উল্লেখ্য, করোনাকালের পরে ২০২১সালে বড়পর্দায় মুক্তি পেয়েছিল রাজা চন্দ পরিচালিত ছবি ‘ম্যাজিক’। ছবিটিতে প্রথমবার একসঙ্গে দেখা গিয়েছিল অঙ্কুশ ও ঐন্দ্রিলা জুটিকে। সেই হিসেবে ২ বছর পর ফিরছে টলিপাড়ার জনপ্রিয় এই জুটি।
ছবির গল্পে দেখা যাবে, অঙ্কুশ ও ঐন্দ্রিলা একে অপরকে পছন্দ করেন। বিয়েও করতে চান তারা। কিন্তু পাত্রের বাবা(রঞ্জিত্ মল্লিক) লাভ ম্যারেজ মোটেও পছন্দ করেন না। তিনি চান পাত্রী দেখে তিনি ছেলের বিয়ে দেবেন। যে মেয়ে সংসারের সবদিক খেয়াল রাখবে।