২২২৮৮ নম্বরে সরাসরি কথা বলুন মিমের সঙ্গে
জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মিম। প্রয়াত হুমায়ুন আহমেদ এর পরিচালনায় ২০০৮ সালে ’আমার আছে জল’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে তার। এরপর বিরতি দিয়ে দিয়ে চলচ্চিত্রে কাজ করলেও এখন পুরোদস্তুর চিত্রনায়িকা তিনি।
দেশজুড়ে তার রয়েছে অগণিগত ভক্ত। তার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের অনেকেই হয়তো সরাসরি কথা বলা ও আড্ডা দেয়ার সুযোগ চান প্রিয় নায়িকার সঙ্গে। ভক্তদের জন্য এবার সেই সুযোগ এসেছে। ভক্তদের সঙ্গে সরাসরি কথা বলবেন তিনি।
মিম বলেন, ১৬ সেপ্টেম্বর রাত ৮টায় যেকোনো বাংলালিংক নাম্বার থেকে ২২২৮৮ নাম্বারে কল করলেই আমার সঙ্গে কথা বলতে পারবেন দর্শক-শ্রোতারা।’
ভক্তদের সঙ্গে মিমের এই সরাসরি কথা বলার সুযোগ করে দিয়েছে বাংলালিংক ও লাইভ এন্টারটেইনমেন্ট দুটি প্রতিষ্ঠান।