স্মিতা পাতিল পুরস্কারে ভূষিত হলেন আনুশকা
২০০৮ সালে বলিউড বাদশা শাহরুখ খানের সঙ্গে ‘রব নে বানা দে জোড়ি’ ছবি দিয়ে যাত্রা শুরু আনুশকার। তারপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে।
একে একে কাজ করেছেন বলিউডের নামকরা তিন খানের সঙ্গেই। আমির খানের সঙ্গে ‘পিকে’ ও সালমান খানের সঙ্গে জুটি বেধে ‘সুলতান’ ছবিটিও হয়েছিল ব্যবসা সফল।
অভিনেত্রী হিসেবে ইন্ডাস্ট্রিতে ১০ বছর কাটিয়ে দেয়ার পর এবার স্মিতা পাতিল পুরস্কার পেলেন আনুশকা।
বুধবার স্মিতা পাতিল একাডেমি আয়োজিত অনুষ্ঠানে আনুশকার হাতে এ পুরস্কার তুলে দেন রাজ্যমন্ত্রী নিতিন গাদকারী ও পীযুষ গয়াল।
তিনি জানান ইন্ডাস্ট্রিতে আসাটা ছিলো সম্পূর্ণ নিজের প্রচেষ্টা। তাই এ ধরনের পুরস্কার নতুন করে প্রেরণা যোগায়।
স্মিতা পাতিল পুরস্কারে ভূষিত হয়ে বেশ আবেগ তাড়িত হয়ে পড়েন আনুশকা।