বলিউডের সুপারস্টার সালমান খান। তার বর্তমান বয়স ৫৩। এখন কুমার তিনি। তবে প্রেমিকার তালিকা তার লম্বা। বিয়েতে নাকি বেশ অনিহা তার। বিয়ের প্রসঙ্গে প্রশ্ন করলেই সালমান যে কখন কি বলেন তা তিনি নিজেও জানেন না।
দিনের পর দিন বয়স বেড়ে চললেও সালমানের চাহিদা বিন্দুমাত্র কমেনি। তার প্রজন্ম তো বটেই এই প্রজন্মের তরুণীদের মাঝেও সমান জনপ্রিয়তা অনেক।
এবার আবারও নতুন করে বিয়ে প্রসঙ্গে এই তারকা আলোচনায় এসেছেন। সম্প্রতি কপিল শর্মার টেলিভিশন শো-তে অতিথি হয়ে আসেন সালমান খান।
অনুষ্ঠানে কপিল তাকে প্রশ্ন করেন, কবে বিয়ে করছেন সালমান?
উত্তরে তিনি জানান, তার নতুন সিনেমা ‘ভারত’-এ ৭২ বছর বয়সে বিয়ে করছেন তিনি। বাস্তবেও তিনি সেই নিয়মকেই ফলো করতে চান!
সালমানের মুখে এসব কথা শুনে হাসিতে ফেটে পড়েন অনুষ্ঠানের সবাই। সালমান যে এটা রসিকতা করেই বলেছেন তা বুঝতে অসুবিধা হয়নি কারও।
প্রসঙ্গত, চলতি বছর সালমান ও ক্যাটরিনা কাইফ অভিনীত ‘ভারত’ ছবি মুক্তির কথা রয়েছে। ছবিটি পরিচালনা করছেন আলী আব্বাস।