কাশ্যপ ও সাইনা ২০০৫ সাল থেকেই পুলেল্লা গোপীচাঁদের কাছে প্রশিক্ষণ গ্রহণ করতেন। নিজেরা গোপনে একসঙ্গে সময় কাটাতেন। কিন্তু সেই গুঞ্জনকে উড়িয়ে দিতেন তারা। কখনও বিষয়টি স্বীকার করেন নি। অনেকেরই ধারণা দীর্ঘ প্রায় ১০ বছর ধরে প্রেম করে আসছেন তারা দুজন।
এ ব্যাপারে সাইনা বলেন, ‘আমরা ২০০৭-০৮ সাল থেকেই লম্বা সফরে যাওয়া শুরু করি। আমরা টুর্নামেন্টে একসঙ্গে খেলেছি, একসঙ্গে শিখেছি। ধীরে ধীরে একে অন্যের খেলার দিকে দুজনে মনোযোগ দিতে শুরু করি। আমরা এমন প্রতিযোগিতামূলক বিশ্বে বাস করি, যেখানে কারো কাছে আসা অনেক কঠিন। কিন্তু কীভাবে যেন আমরা খুব সহজেই খুব কাছে চলে এসেছি।’
তবে ভালো লাগাকে মনের মধ্যে গোপন রেখে, বাইরে কারও কাছে প্রকাশ না করে এতো দিন ক্যারিয়ার নিয়েই ভাবছেন দুজন। এবার সময় এসেছে। তাই তারা প্রকাশ করলেন এবং সেই সঙ্গে চমক দিলেন।
বিষয়টি নিয়ে সাইনা আরও বলেন, ‘আমরা শুরুতেই বিয়ে নিয়ে ভাবিনি। যে পেশা আমরা বেছে নিয়েছি, তা খুব গুরুত্বপূর্ণ। টুর্নামেন্টে জেতা অনেক জরুরি এবং আমরা জলদি বিয়ে করে লক্ষ্য হারাতে চাইনি। শিশুর মতো করে খেলোয়াড়দের যত্নের প্রয়োজন হয়। বাসায় আমি না চাইতেই সব পেয়ে যাই। তবে বিয়ের পরই এতে পরিবর্তন আসবে। আমার নিজের দায়িত্ব তখন আমাকেই নিতে হবে।’
সাইনা প্রমিলা ব্যাডমিন্টন জগতের অন্যতম সেরা খেলোয়াড়। বর্তমানে তিনি কোরিয়া ওপেনে খেলছেন। ২০টি বড় টুর্নামেন্টে জয়, অলিম্পিকে ব্রোঞ্জ পদকসহ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে রৌপ্য অর্জন করেছেন তিনি।