আজ সন্ধ্যা ৭টায় শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে মঞ্চায়ন হবে সংস্কার নাট্যদলে ‘মহাপতঙ্গ’। নাটকের কাহিনীতে দেখা যাবে- ‘ছোট একটি শহরের ছোট একটি বাড়ির দেয়ালের ফোকরে বাস করে দুটি চড়ুই দম্পতি। বাসায় তাদের দুটি ছোট ছানা রয়েছে। তারা বহু আদরে বেঁচে থাকার কায়দা শেখায় বাচ্চাদের। পুরুষ চড়ুই ঘরে ছোট ছোট বাচ্চা আর স্ত্রীকে রেখে বের হয় খাদ্যের খোঁজে। মানুষ তাদের কাছে মহাপতঙ্গ।
পুরুষ চড়ুই মানুষের জয়গান করেছিল এক সময়। আর সেই মানুষের কারণেই তৈরি হয়েছে হত্যা, ধ্বংসযজ্ঞের। আর্তচিৎকারে ফেটে পড়ে চড়ুই।’ এভাবেই বিন্যস্ত হয়েছে ‘মহাপতঙ্গ’। আবু ইসহাক রচিত নাটকটির নাট্যরূপ দিয়েছেন ড. রুবাইয়াৎ আহমেদ। নির্দেশনায় হাবিব মাসুদ।