লন্ডনে অন্যরকম ফটোসেশনে নিপুণ
হেয়ার এবং মেকআপ ট্রেনিংয়ে লুবনা রফিক এখন সারা বিশ্বে পরিচিত। বলিউডের কারিনা কাপুরের মতো তারকাও তার মেকআপের ভক্ত।
সম্প্রতি লন্ডনে যাওয়ার পর এই লুবনা রফিকের হাতে হেয়ার এবং মেকআপের পর ব্র্যান্ডের কিছু পোশাকের মডেল হিসেবে অন্যরকম এক ফটোসেশনে অংশ নেন নিপুণ।
এ প্রসঙ্গে নিপুণ বলেন, লুবনা রফিক সারা বিশ্বে বেশ জনপ্রিয়। আমি লুবনা রফিককে আমার ‘টিউলিপ নেইলস অ্যান্ড স্পা’-তে ট্রেইনার করে চলতি মাসেই ঢাকায় আনবো। সে বিষয়ে কথাও চূড়ান্ত হয়েছে। সেখানে কথা শেষে ভারতের জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার শ্যামল এবং ভূমিকার ডিজাইন করা ড্রেসে মডেল হিসেবে কাজ করলাম।