‘রোমিও’র খোঁজে মাহির অশ্লীল গান (দেখুন ভিডিও)
এবার মুক্তি পেয়েছে মাহির অশ্লীল গান। দেশীয় চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহির জনপ্রিয়তা নিয়ে নতুন করে কিছু বলার নেই। তবে এবার তিন জুটি বেধে আসছেন ডি এ তায়েবের সঙ্গে। নতুন গানে ‘জুলিয়েট’ হয়ে বারে নাচলেন মাহি। ‘রোমিও’র খোঁজে মাহির এই গান মুক্তি পেয়েছে আজ।
দেশীয় চলচ্চিত্রের সফল ও গুণী পরিচালক বদিউল আলম খোকন পরিচালিত ‘অন্ধকার জগৎ’ সিনেমার আইটেম সং এ এমন ভাবেই দেখা গেছে তাকে। আর তার সঙ্গে দেখা গেছে টিভি পর্দার অন্যতম পরিচিত মুখ এবং এই সিনেমার নায়ক ডি এ তায়েবকে।
পরিচালক বদিউল আলম খোকন বলেন, ’এই আইটেম সংটির প্রেক্ষাপট হলো ডি এ তায়েব শহরের একজন দাগি সন্ত্রাসী। ডিসকোতে সময় কাটাতে এসে মাহির সঙ্গে নাচে গানে মেতে উঠেছেন তিনি। তাকে গ্রেফতার করতেই ডিবি অফিসার মাহিয়া মাহি এই নর্তকীর বেশ ধরেছেন। বেশ একটা নাটকীয়তা আছে গানটিতে। বাকীটা দর্শকরা পর্দায় দেখলেই বুঝবেন।’
সিনেমাটিতে মাহি-তায়েব ছাড়াও আরও অভিনয় করছেন জনপ্রিয় খল অভিনেতা মিশা সওদাগর, আলেকজান্ডার বোসহ অনেকে।
ভিডিও টি দেখুন :