চঞ্চল চৌধুরী ও নুসরাত ইমরোজ তিশা এবার তারা জুটি বেঁধেছেন সিনেমাটিক সিরিজ বিজ্ঞাপনচিত্রে। সিনেমায় নিয়মিত অভিনয় করলেও মূলত তারা নাটকেরই মানুষ। দুটো মাধ্যমেই দুজনে জুটি হয়ে কাজ করেছেন একাধিক।
সম্প্রতি রবি আজিয়াটা লিমিটেডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হলেন চঞ্চল-তিশা। রবি’র বিভিন্ন সামাজিক ও পণ্য প্রচারণামূলক কার্যক্রমে এই জুটিকে দেখা যাবে নিয়মিত।
দুই বছরের জন্য চুক্তিবদ্ধ হওয়ার পর ইতোমধ্যে বেশ কয়েকটি বিজ্ঞাপনচিত্রে অংশ নিয়েছেন দুজনে। যার প্রত্যেকটি নির্মিত হয়েছে বাংলা সিনেমার পুরনো আদলে।
মজার এই বিজ্ঞাপনগুলো দেশের প্রায় সব টিভি চ্যানেলে প্রচারের কথা রয়েছে ১ অক্টোবর থেকে।
চঞ্চল ও তিশা জানান, শিগগিরই একই সিরিজের আরও চারটি বিজ্ঞাপনে অংশ নেবেন তারা।
চলচ্চিত্রের প্রথাগত বাণিজ্যিক আবহ এবং সংলাপ দর্শকরা নতুন ধাঁচের এ বিজ্ঞাপনচিত্রগুলোর মাধ্যমে উপভোগ করবেন বলে জানিয়েছেন নির্মাতা তানভীর আহসান।
চঞ্চল চৌধুরী বলেন, ‘এবার ডিজিটাল কোম্পানি রবির সঙ্গে কাজ করছি। বেশ ভালো লাগছে। আমাদের বিজ্ঞাপনগুলোও বেশ মজার হয়েছে। আশা করছি সবাই উপভোগ করবেন।’
তিশা বললেন, ‘ভিন্নধর্মী এ বিজ্ঞাপনচিত্র এবং ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে রবির সঙ্গে কাজটি বেশ উপভোগ করছি।’