মেয়ে নয় সেক্সি ভুত
অভিনেত্রী সায়ন্তনী গুহঠাকুরতা। সন্তোষ পি জয়কুমারের পরিচালনায় প্রথম তেলুগু সিনেমায় অভিনয় করছেন তিনি। যদিও সিনেমাটির এখনও পর্যন্ত নাম ঠিক হয়নি। তবে সিনেমাটি হরর সেক্স কমেডি। আর সেখানেই সায়ন্তনী এক সেক্সি ভুতের ভূমিকায় অভিনয় করছেন।
সিনেমার প্রথম পর্বের শুটিং চেন্নাইতে শেষ করে কলকাতা ফিরেছেন অভিনেত্রী। সিনেমার বাকি অংশের শুটিং হবে আগামী ২৩ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত থাইল্যান্ডে।
এ বিষয়ে সায়ন্তনীর বলেন, ‘শুটিংয়ের প্রথম দিন একটু আনকমর্ফটেবল ছিলাম। কারণ প্রথম দিনই একটা সিডাকটিভ গান শুট করেছি। কস্টিউমও অন্যরকম। এটা কর্মাশিয়াল সিনেমা। আর হিরোর সঙ্গে সেটে গিয়ে প্রথম আলাপ। কিন্তু ইউনিটের সবাই এত ভালো আমাকে খুব কমর্ফটেবল ফিল করিয়েছে।’
উল্লেখ্য, সৃজিত মুখোপাধ্যায়ের ‘এক যে ছিল রাজা’ এবং অনিকেত চট্টোপাধ্যায়ের ‘হইচই আনলিমিটেড’ সিনেমাতে দেখা যাবে তাকে।