তিনি সাবেক মিস ইউনিভার্স। তিনি বলিউড সুন্দরী। তিনি সুস্মিতা সেন। ৪২ বছর বয়সী এই তারকা প্রেম করছেন বেশ কয়েকটি। তবে এবার তার চেয়ে ১৫ বছরের ছোট এক মডেলের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন। ছেলেটির নাম রোহমান শল। একটি র্যাম্প শো’তে পরিচয় হয় তাদের। সেই থেকে বন্ধুত্ব। এরপর অসম প্রেম। ‘বিবি নাম্বার ১’ খ্যাত এই অভিনেত্রী এতো দিন মুখ না খুললেও- দীপাবলি উৎসবে প্রেমিকের উপস্থিতিতে ফাঁস হলো গোপন কথা।
ভারতীয় গণমাধ্যম জানায়, মাঝে মধ্যেই সুস্মিতার বাড়িতেই সময় কাটাতে যান ২৭ বছর বয়সী রোহমান। দীপাবলির দিনেও সুস্মিতা ও তার মেয়েদের সঙ্গেই সময় কাটিয়েছেন তিনি। এদিন দুই মেয়ের সামনেই রোমান্সে মেতে ওঠেন সুস্মিতা। যে ছবি ইনস্টাগ্রামে প্রকাশ পেয়েছে। পোস্ট করে তিনি ক্যাপশনে লিখেন, ‘দুগ্গা দুগ্গা’।