‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ হাজার দর্শক মাতালেন অপু বিশ্বাস। নাচে গো সুন্দরী কমলা’ কণ্ঠশিল্পী মিলার গাওয়া এ গানটির সঙ্গে এক সময় পুরো দেশ নেচেছে। এবার এই গানের সুরে নাচলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা।
রোববার সন্ধ্যায় পর্দা উঠলো ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ ২০১৮ প্রতিযোগিতার জমকালো আয়োজনে। এ অনুষ্ঠানেই মিলার সুন্দরী কমলা গানের সঙ্গে নেচে দর্শকদের মাঝে মুগ্ধতা ছড়ান অপু বিশ্বাস।
লাল নীল আলোয় ঘেরা মঞ্চে অপু ও তার দল চমকে দিয়ে যায় সবাইকে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নারী জাগরণী গানে। ‘জাগো জাগো’ শিরোনামে গানটির মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারের ৩ নম্বর হলের মঞ্চে এ গানের সঙ্গে নাচে অংশ নাচ পরিবেশন করেন বছরের মিস ওয়ার্ল্ড বাংলাদেশের সেরা দশের প্রতিযোগীরা।