১০ বছর আগে আমাকে গান গাওয়ার সাহস যুগিয়েছিলেন যিনি, তিনি হলেন শুভ্রদেব, বলছিলেন এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমান। এখন আমি শিল্পী হয়ে গেছি। শুভ্রদেবের কাছে কৃতজ্ঞতা শিকার করে গান গাইতে শুরু করলেন মাহফুজুর রহমান।
মাহফুজুর রহমান বললেন, যারা ভালোবাসার মানুষকে মনের কথা বলতে পারছেন না তাদের জন্য আমার এ গান।
এরপর ‘তোমার চোখে দু চোখ রেখে পড়ে না চোখের পাতা।, কতো ভালোবাসি তোমায় জানো কি তা’- এমনই কথার একটি গান গেয়ে শোনান। হাততালিতে বেজে ওঠে হলরুম। এরপর আরও একটি গান শুরু করেন মাহফুজুর রহমান।
রোববার সন্ধ্যায় মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৮ প্রতিযোগিতার অনুষ্ঠানে। চলছে ফাইনাল রাউন্ডের আয়োজন। এ অনুষ্ঠানেই দর্শকদের মাঝে মুগ্ধতা ছড়ান মাহফুজুর রহমান গান গেয়ে।