নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের বিখ্যাত উপন্যাস থেকে দেবী চলচ্চিত্রটি নির্মিত হয়েছে। সরকারী অনুদানে নির্মিত চলচ্চিত্রটি পরিচালনা করেছেন অনম বিশ্বাস। চলচ্চিত্রটির প্রযোজক জয়া আহসান। এতে মিসির আলি চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী এবং রানু চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান।
আগামী ১৯ অক্টোবর এটি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে।
একে একে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে ‘দেবী’ সিনেমার মিসির আলি, রানু, নীলু, আনিস ও আহমেদ সাবেরের চরিত্রের সঙ্গে। প্রত্যেকের আলাদা লুক প্রকাশ করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
এবার প্রকাশ পেলো সিনেমাটির অফিশিয়াল পোস্টার। যেখানে মিসির আলি চঞ্চল চৌধুরীর সঙ্গে রানু চরিত্রের জয়া আহসানকে দেখা যাচ্ছে। জয়া আনমনে বসে আছেন আর তার পেছনে দাঁড়িয়ে চঞ্চল।
২০১৫-১৬ সালের সরকারি অনুদান ও অভিনেত্রী জয়া আহসানের ‘সি তে সিনেমা’র প্রযোজনায় ‘দেবী’ পরিচালনা করেছেন অনম বিশ্বাস।
এতে রানুর স্বামী আনিসের চরিত্রে অনিমেষ আইচ, আহমেদ সাবেরের চরিত্রে ইরেশ যাকের ও নীলু চরিত্রে শবনম ফারিয়া অভিনয় করেছেন। ফারিয়ার এটিই প্রথম সিনেমা।