এর আগেও দুজন সিনেমা করেছেন জুটি হয়ে। এবার আরও দর্শক দেখবে তাদের রসায়ন। মনের টানে গান করেন চিত্রনায়ক সাইমন। অপরদিকে সংসারে লেগেই আছে অভাব। মনের মানুষ মাহিয়া মাহি। তাকে ঘরে নিয়ে আসতে হলে অর্থের প্রয়োজন। তাই গান ছেড়ে সিঙাড়া সামুচার দোকান খুলেছেন সাইমন। আর সেই দোকানেই ক্রেতা হয়ে হাজির হয়েছেন মাহি। এই জুটির নতুন সিনেমা ‘আনন্দ অশ্রু’। এতে এমন একটি দৃশ্যে দেখা যাবে। বর্তমানে সিনেমার শুটিং চলছে। সিনেমায় ফরহাদ চরিত্রে অভিনয় করেছেন সাইমন এবং শিরি চরিত্রে অভিনয় করেছেন মাহি। এমনটাই জানালেন সিনেমার পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক। পরিচালক বলেন, ‘২৭ অক্টোবর থেকে ‘আনন্দ অশ্রু’ সিনেমার তৃতীয় লট শুরু হয়েছে।
আশুলিয়া শেষে বর্তমানে কাজ চলছে মানিকগঞ্জের জিটকা এলাকায়। বুধবার শেষ হয়েছে এ লটের কাজ।’ ‘আনন্দ অশ্রু’তে আরও অভিনয় করছেন শহিদুজ্জামান সেলিম, আলীরাজ, সুজাতা, মারুফ প্রমুখ। সুদীপ্ত সাইদ খানের গল্পে সিনেমাটির সংলাপ ও চিত্রনাট্য করেছেন আসাদ জামান। উল্লেখ্য, ১৯৯৭ সালের মুক্তিপ্রাপ্ত শিবলী সাদিক পরিচালিত এবং সালমান শাহ ও শাবনূর অভিনীত সুপারহিট ‘আনন্দ অশ্রু’। সেই সিনেমার নামেই নতুন এ সিনেমাটি নির্মিত হচ্ছে। তবে নাম এক হলেও গল্পের কোনও মিল থাকছেন না। এমটাই জানালেন নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক।