তানিম রহমান অংশুর পরিচালনায় ‘স্বপ্নের ঘর’ ছবিটি আগামী ৯ নভেম্বর মুক্তি পাচ্ছে। অনীশ দাস অপুর মূল গল্প ও শাওন হকের চিত্রনাট্যে সাইকোলজিক্যাল থ্রিলারধর্মী গল্পকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ছবিটি।
গত মাসে সিনেমাটি বিনা কর্তনে ছাড়পত্র পায়। ছবিতে আনিসুর রহমান মিলনের সঙ্গে জুটি হয়েছেন অভিনেত্রী জাকিয়া বারী মম।
আনিসুর রহমান মিলন বলেন, আমার অভিনীত চলচ্চিত্র যেন দেশের প্রতিটি সিনেমাপ্রেমী দর্শকের কাছে পৌঁছে এমন চেষ্টাই করি। ক্যারিয়ারে প্রথমবার এই সিনেমায় একজন ফিল্মস্টারের ভূমিকায় অভিনয় করেছি। অভিনয় দিয়ে চেষ্টা করব চরিত্রটি বিশ্বাসযোগ্যভাবে উপস্থাপন করতে। আশা করছি সিনেমাটি দর্শকের প্রত্যাশা পূরণ করবে।
ছবির গল্পে দেখা যায়, ফিল্মস্টার মিলন স্ত্রীসহ একটি বাড়িতে ওঠেন। তারপর থেকেই ঘটতে থাকে বিভিন্ন ঘটনা। রহস্যময় বাড়িটি ঘিরে তৈরি হয় ধূম্রজাল। এ নিয়ে ছবির গল্প নতুন দিকে মোড় নেয়।
মম বলেন, ‘খুবই সুন্দর গল্পের ছবি। সিনেমাটির মূল আকর্ষণ হচ্ছে এর চরিত্রগুলো। প্রতিটি চরিত্রেই রয়েছে স্বকীয়তা ও বিনোদনের রসদ।’ এদিকে শুরুতে ‘স্বপ্নবাড়ি’ নামে ছবিটির শুটিং শুরু হলেও নাম পরিবর্তন করে ‘স্বপ্নের ঘর’ করা হয়। ছবিতে আরও অভিনয় করেছেন কাজী নওশাবা, শিমুল খান প্রমুখ।