মনোনয়নপত্র কিনলেন চিত্রনায়ক শাকিল খান
অনেক আগে থেকেই তিনি প্রস্তুতি নিয়েছিলেন রাজনীতিতে আসার। শুধু রাজনীতিই নয়, আওয়ামী লীগের হয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন তিনি। বলছি ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় চিত্রনায়ক শাকিল খানের কথা।
শনিবার সকালে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়নপত্র কিনেছেন তিনি। নির্বাচনে বাগেরহাট-৩ আসন থেকে নৌকা প্রতীক নিয়ে লড়তে চান শাকিল।
উল্লেখ্য, দ্বিতীয় দিনের মতো আজ শনিবার দলীয় ফরম বিতরণ শুরু করেছে আওয়ামী লীগ। প্রথম দিন শুক্রবার নৌকা প্রতীক বরাদ্দ পেতে ১৩২৮ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে দলীয় সূত্রে জানানো হয়েছে।
এর আগেও শাকিল খান ওই আসন থেকে নির্বাচনের জন্য দাঁড়ানোর প্রস্তুতি নিয়েছিলেন।