তৌকীর আহমেদের নতুন সিনেমা ‘ফাগুন হাওয়ায়’। ভাষা আন্দোলনের প্রেক্ষাপট নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি। এরই মধ্যে প্রকাশ পেয়েছে এর অফিসিয়াল পোস্টার। সেই সঙ্গে ঘোষণা করা হয়েছে মুক্তির তারিখ। আগামী বছর ৮ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে ‘ফাগুন হাওয়ায়’।
তৌকীর আহমেদ নিজেই এ কথা জানান। সিনেমাটির পরিবেশক অভি কথাচিত্র। এতে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা, সিয়াম আহমেদ, যশপাল শর্মা, আবুল হায়াত, আফরোজা বানু প্রমুখ।