বলিউডে যে ক’জন দর্শক-হৃদয়ে ঝড় তুলতে পেরেছেন, তার মধ্যে নিশ্চিত প্রীতি জিনতার নাম প্রথম সারিতেই থাকবে। অভিনয়ের বাইরে ক্রিকেট ও নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে ব্যস্ত আছেন এ অভিনেত্রী।
চিরসবুজ এ অভিনেত্রী দীর্ঘ বিরতির পর আবারও অভিনয়ে ফিরছেন।
সানি দেওয়েলের সঙ্গে ‘ভাইয়াজি সুপারহিট’ ছবিতে জুটিবদ্ধ হচ্ছেন তিনি।
প্রীতি বলেন, এখন একটি ছবি বড় হিট হওয়ার পর আমরা তাকে বলি কমার্শিয়াল ছবি। তবে ‘ভাইয়াজি সুপারহিট’ রিয়ালিস্টিক ছবি নয়। পুরো ক্যারিয়ারে এ রকম ছবি আগে করিনি।
তিনি আরও বলেন, মনে মনে একজন দেশি মেয়ের চরিত্রে অভিনয় করতে চাচ্ছিলাম। সারাজীবন পরিচালকদের একটা দেশি রোল দেওয়ার জন্য বলে এসেছি। কিন্তু ওরা বলেছেন, আরে তোমাকে তো দেশি লাগেই না! তাই আমি চিরকাল এনআরআই বা কাশ্মীরি চরিত্রে অভিনয় করেছি।