‘কফি উইথ করণ’-এ হাজির হলে বরুণের সামনে ভালোবাসার মানুষ এবং বিয়ের প্রসঙ্গ তোলেন শো-এর পরিচালক করণ জহর। আর সেখানেই কোনও রাখঢাক না করে নাতাশাকে বিয়ে করছেন বলে জানান বলিউডের এই তরুণ অভিনেতা। শুধু তাই নয়, বিয়ের জন্য বলিউডের কোনও সেলিব্রিটি জুটির সঙ্গে তিনি প্রতিযোগিতায় নামতে চান না বলেও স্পষ্ট জানিয়ে দেন বরুণ।