Home » বলিউড » বিয়ের দিন পাকা করলেন রণবীর-আলিয়া বিয়ের দিন পাকা করলেন রণবীর-আলিয়া September 29, 2018 তারার আলো প্রতিবেদন : Off বলিউড, Spread the loveবলিউড লাভার বয় রণবীর কাপুর প্রথমে কারিনা, দীপিকা অবশেষে আলিয়াতে মগ্ন হলেন। আলিয়ার সঙ্গে রণবীরের প্রেম রসায়ন এই মুহূর্তে বলিউড ইন্ডাস্ট্রির মূল গুঞ্জনে পরিণত। শুক্রবার রণবীরের শুভ জন্মদিনে নিজ পরিবারের সঙ্গে আলিয়াকেও দেখা গেছে। সেখানে নীল পোশাকে হাসিমুখে উপস্থিত হয়েছেন আলিয়া ভাট। রণবীরের জন্মদিনে একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তার মা অভিনেত্রী নীতু সিং। ছবিতে রয়েছেন রণবীর, নীতু, আলিয়া এবং তার মা সোনি রাজদান। এদিকে প্রিয়তমর জন্মদিন উপলক্ষে বিশেষ ছবি পোস্ট করতে ভোলেননি আলিয়া। ছবিটি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, হ্যাপি বার্থ ডে মাই সানসাইন। আর আলিয়ার এই ক্যাপশনের লাভ রিয়েক্ট ও ফুলের চিহ্ন দিয়েছেন রণবীরের মা নীতু সিং। রণবীর-আলিয়ার সম্পর্কে দুই পরিবারেরই পূর্ণ সম্মতি রয়েছে নেটিজেনরা সেটাই ভাবছেন। অনেকেই আরেকটু বাড়িয়ে যেটা ভাবছেন তাহল, রণবীরের জন্মদিন পার্টিতে তাদের বিয়ের কথা হয়ত পাকাপাকিও করে ফেলেছেন দুই পরিবার। Previous: অবশেষে বিয়ের পিঁড়িতে সজল Next: ১৮-তেই শ্লীলতাহানির শিকার সানি লিওন About The Author তারার আলো প্রতিবেদন :