যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরেছেন কণ্ঠশিল্পী সালমা। এ সফরে তিনি-বার্মিংহাম, লন্ডন এবং ওল্ডহাম শহর মিলিয়ে তিনটি কনসার্টে অংশ নেন। কিছুদিন পর আবারও বিদেশ সফরে যাবেন সালমা। নতুন খবর হচ্ছে আসছে বিজয় দিবস উপলক্ষে একটি দেশের গান প্রকাশের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। গানটির অডিও ট্র্যাক তিনি অনেকদিন আগেই তৈরি করেছিলেন। উদ্দেশ্যই ছিলো বিশেষ একটা উপলক্ষে গানটি প্রকাশ করবেন।
সামনে বিজয়ের মাস, তাই আগামী সপ্তাহে ‘বাংলাদেশ’ শিরোনামের গানটির শুটিং করবেন। ‘জন্ম আমার এদেশে/মরণ যেনো এখানেই হয়/এ বাংলার বুকে আমি থাকতে চাই সংকটে, সংগ্রামে … লাখো শহীদের রক্তে কেনা বাংলাদেশ’। এমন কথার এই গানটি লিখেছেন রবিউল ইসলাম জীবন। সুর-সঙ্গীতায়োজন করেছেন মোহাম্মদ নাদিম ভূইয়ান। গানটি ডিসেম্বরের প্রথম সপ্তাহে অথবা ১৬ ডিসেম্বরে প্রকাশের কথা জানিয়েছেন সালমা। গানটি প্রসঙ্গে সালমা বলেন, ‘দেশের গান করার উদ্দেশ্যে তো একটাই- দেশাত্মবোধক চেতনায় মানুষকে উজ্জ্বীবিত করা। তাছাড়া শিল্পী হিসেবে দেশের প্রতি নিজের দায়বদ্ধতা থেকেই দেশের গানে উৎসাহি হয়েছি। এই ধারা আগামীতেও অব্যাহত থাকবে।’