দুই পর্দার জনপ্রিয় ও ব্যস্ত অভিনয় শিল্পী সিয়াম আহমেদ ও সালহা খানম নাদিয়া। একজন বড় পর্দায় ব্যস্ত রেখেছেন নিজেকে আর অন্যজন ছোট পর্দায়। দুই জায়গা থেকেই অভিনয় গুণে নিজস্ব অবস্থান তৈরি করে নিয়েছেন তারা।
ক্যারিয়ারের প্রথম সিনেমা দিয়েই বাজিমাত করেছেন সিয়াম।
আর নাটক ও টেলিফিল্মে মুগ্ধতা ছড়াচ্ছেন নাদিয়া। েক্যারিয়ারে নাটক কিংবা টেলিফিল্মে জুটি বেঁধেছেন এই দুই তারকা।
এবার প্রথমবারের মত একটি বিজ্ঞাপনে জুটি হলেন তারা।
রাজধানীর উত্তরার দিয়া বাড়ি ও এর আশপাশের এলাকায় এ বিজ্ঞাপন চিত্রের শুটিংয়ে অংশ নেন সিয়াম-নাদিয়া। রোজ ক্যাফে কফির এই বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন পার্থিব রাশেদ।
সিয়াম বলেন, আমরা একসঙ্গে অনেক নাটক ও টেলিফিল্মে কাজ করলেও বিজ্ঞাপনে এটাই প্রথম। এর আগে নাদিয়ার সঙ্গে সর্বশেষ ‘আমাদের সেই প্রেম’ মিউজিক ভিডিওতে কাজ করেছি।
তিনি আরও বলেন, বিজ্ঞাপনে কাজ করার ক্ষেত্রে আমি সবসময় প্রোডাক্ট ও কনসেপ্টের উপর গুরুত্ব দেই বেশি। এ কাজটিও ঠিক তেমনই। ভালো ব্লেন্ড কফি, মূল্যটাও সাধ্যের মধ্যে। আশা করছি সবাই পছন্দ করবে।’
এ প্রসঙ্গে নাদিয়া বলেন, সিয়ামের সঙ্গে আমার কেমিস্ট্রি খুবই ভালো। কাজ করার আগে থেকেই আমরা দুজন খুবই ভালো বন্ধু। দুজন ভালো বন্ধু হওয়ার কারণে আমাদের কাজ করতে আরও অনেক বেশি সুবিধা হয়। দুজনের জায়গা থেকে নিজেদের সেরাটা দিয়ে কাজ করেছি।’