বিএনপি থেকে নির্বাচনে দাঁড়াবেন তিন কণ্ঠশিল্পী
জনপ্রিয় কণ্ঠশিল্পী বেবী নাজনীন, কনকচাঁপা, মনির খান। তিনজনই বিএনপির সমর্থক। রাজনীতির মাঠে তারা তিনজনই সক্রিয়। আসন্ন সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়ন পাচ্ছেন তারা।
বেবী নাজনীন নীলফামারী ৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসন থেকে প্রার্থী হচ্ছেন বলে জানা গেছে। তাঁর মনোয়ন প্রায় চূড়ান্ত।
অন্যদিকে, জনপ্রিয় কণ্ঠশিল্পী কনকচাঁপার মনোনয়ন প্রায় নিশ্চিত। তিনি সিরজাগঞ্জ-১ আসন থেকে বিএনপি’র মনোয়ন পাচ্ছেন।
আরেক কণ্ঠশিল্পী মনির খানের মনোনয়নও প্রায়ই নিশ্চিত। ঝিনাইদহ-৩ আসন থেকে বিএনপির প্রার্থী হচ্ছেন কণ্ঠশিল্পী মনির খান।
জানা গেছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দল ও জোটের সম্ভাব্য প্রার্থীদের একটি খসড়া তালিকা তৈরি করে রেখেছে বিএনপি।