ঢালিউড সুপারস্টার শাকিব খান ও অপু বিশ্বাসের একমাত্র ছেলে আব্রাম খান জয়। দুই তারকার পথ এখন দুটি হলেও জয়ের পথ একটাই। শুরু হয়েছে তার স্কুলজীবন। বুধবার সকালে রাজধানীর বারিধারা এলাকার একটি স্কুলে জয়কে ভর্তি করিয়েছেন অপু বিশ্বাস। অপু বলেন, ‘জয়কে ইন্টারন্যাশনাল স্কুল ঢাকায় (এআইএসডি) ভর্তি করিয়েছি। আজ থেকেই প্রতিদিন সে স্কুলে যাবে।
আমিই নিয়ে যাব। আর জয়ের বয়স তো কম, তাই এখন শুধু স্কুলে যাওয়া-আসাটাই করবে। ওর বয়স মাত্র ২ বছর ৩ মাস। এই বয়সে কোনও ক্লাসে দেয়া হয় না। সে স্কুলে যাবে, খেলবে, আনন্দ করবে।’ নিজের সম্পর্কে অপু বিশ্বাস বলেন, ‘এখন জয়কে নিয়েই সময় কাটছে আমার। পাশাপাশি কিছু কাজের ব্যাপারে কথা হচ্ছে। নতুন একটি বিজ্ঞাপনচিত্রে কাজ করবো। এটি একটি নারিকেল তেলের বিজ্ঞাপন। ঢাকার বাইরে শুটিং হবে। শিগগিরই শুটিংয়ে অংশ নেব।’