চিত্রনায়িকা অপু বিশ্বাস সন্তানকে নিয়ে বেশ ভালোই আছেন। দেশ ও দেশের বাইরে স্টেজ শোতে এখন অপু বিশ্বাসের নিয়মিত উপস্থিতি।
শনিবার পুত্র আব্রাম খান জয়কে নিয়ে প্রথমবার দেশের বাইরে উড়াল দিলেন অপু।
শনিবার সিঙ্গাপুরের উদ্দেশ্যে উড়াল দেয়ার আগে অপু বলেন, স্টেজ শোর পর জয়কে নিয়ে সিঙ্গাপুরে ঘুরবো। আমার অনেক দিনেরই ইচ্ছে ছিল জয়কে সঙ্গে নিয়ে সিঙ্গাপুর বা অন্যান্য দেশে যাবার। অবশেষে যেতে পারছি।
তিনি আরও জানান, ১৪ অক্টোবর সিঙ্গাপুরে একটি শো’তে পারফর্ম করবেন তিনি। তার সঙ্গে পারফর্ম করবে ফ্লাই ফারুক ড্যান্স গ্রুপ। অপু বলেন, এবারই প্রথম তার সঙ্গে কোন ড্যান্স গ্রুপ দেশের বাইরে পারফর্ম করতে যাচ্ছে। আবার এবারই প্রথম তার সঙ্গে তার আদরের সন্তান জয়ও যাচ্ছে।