জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। ক্যারিয়ারের শুরু থেকে এখনও জনপ্রিয়তার শীর্ষস্থানটি ধরে রেখেছেন তিনি। বর্তমানে তিনি ব্যস্ত আছে অডিও-ভিডিও, প্লেব্যাক, কনসার্ট নিয়ে। এবার ‘আঘাত’ নামের একটি ওয়েব সিরিজে ‘ফেরারী দুই ডানাতে’ শিরোনামের একটি গানে কণ্ঠ দিয়েছেন ন্যান্সি। গানটিতে তার সঙ্গে দ্বৈতকণ্ঠ দিয়েছেন ওপার বাংলার (কলকাতার) কণ্ঠশিল্পী রাজ বর্মণ।
গীতিকবি সোমেশ্বর অলির কথায় গানটির সুর-সঙ্গীত করেছেন কিশোর। আর ওয়েব সিরিজটি নির্মাণ করছেন জায়েদ রেজওয়ান। এতে অভিনয় করছেন কলকাতার রণবীর আর বাংলাদেশের দীপালি। গানটি প্রসঙ্গে ন্যান্সি বলেন, ‘গত ২১ অক্টোবর আমি গানটিতে কণ্ঠ দেই। কথা, সুর ও সঙ্গীত মিলিয়ে গানটি আমার খুব ভালো লেগেছে। আর প্রথমে ভেবেছিলাম গানটিতে আমার সঙ্গে কিশোর কণ্ঠ দেবে। পরে জানলাম রাজ বর্মণের কথা। যাই হোক, গান ভালো হয়েছে। এখন দর্শক-শ্রোতাদের ভালো লাগলেই কাজটি সার্থক হবে।’