চিত্রনায়ক অনন্ত জলিল। বেশ কিছুদিন আগে তিনি শুরু করেছিলেন ‘দ্য স্পাই : অগ্রযাত্রার মহানায়ক’ নামের একটি সিনেমার কাজ। এ জন্য ট্যালেন্ট হান্ট করে শিল্পী বাছাই করেছিলেন তিনি। কিন্তু মাঝে ইসলাম ধর্মের কাজে ব্যস্ত হয়ে সেই সিনেমার কাজটি করতে পারেননি। এখন তিনি তৈরি করছেন তার নতুন সিনেমা ‘দীন, দ্য ডে’। অনন্ত জলিল তাই পুরনো নির্বাচিতদেরই সুযোগ করে দিলেন। নির্বাচিতদের তার নিজ বাসায় ডেকে নতুন সিনেমাতে কাজ করার বিষয়টি নিশ্চিত করেছেন।
অনন্ত জানান, ‘নতুন সিনেমার কাজ দ্রুতই শুরু হবে। এ জন্য বেশ কিছু নতুন মুখও দরকার। আর আগে যেহেতু কয়েকজন শিল্পীকে কথা দেওয়া হয়েছিল, তাই তাদের নিয়েই এ কাজটি করতে চান তিনি।
অনন্ত জলিল আরও বলেন, ‘চলচ্চিত্রটি যেহেতু যৌথ প্রযোজনায় নির্মিত হবে, সেহেতু সব নিয়ম অনুসরণ করে এটি তৈরি হবে। এর অধিকাংশ অংশ ইরানে শুটিং হবে তাই সেখানের সব খরচ এবং ইরানি শিল্পীদের খরচ সেই দেশের প্রযোজক বহন করবেন। আর বাংলাদেশের অংশের খরচ এ দেশের প্রযোজক বহন করবেন। তবে চলচ্চিত্রটির চূড়ান্ত বাজেট এখনও নির্ধারণ করা হয়নি। তাই এখনই বাজেট নিয়ে কথা না বলাই ভালো। আমিসহ আমার ইউনিট এখন শুটিং প্রস্তুতিতে আছি।’
উল্লেখ্য, ইরানের খ্যাতনামা প্রযোজনা প্রতিষ্ঠান ফারাবি সিনেমা ফাউন্ডেশন নতুন সিনেমাটির যৌথ প্রযোজক হিসেবে থাকছে। ‘দ্বীন- দ্য ডে’-তে বাংলাদেশ থেকে অভিনয় করবেন অনন্ত জলিল ও তার স্ত্রী বর্ষা। সিনেমার গল্প ভাবনায় আছেন অনন্ত নিজে। এর চিত্রনাট্য ও সংলাপ লিখছেন প্রখ্যাত চলচ্চিত্রকার ছটকু আহমেদ। ইতিমধ্যে এর লোকেশন দেখাসহ ইরানের সহপ্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে কথাবার্তা শেষ করেছেন। চিত্রনাট্য, নায়িকাসহ অন্য সবকিছুই চূড়ান্ত। অল্পদিনের মধ্যেই শুরু হবে শুটিং।