দুর্ঘটনার কবলে পড়লেন বলিউড অভিনেতা সালমান খান। সিনেমার শ্যুটিং করার সময়ে তিনি আহত হন। ভারতের পাঞ্জাবে ‘ভারত’ সিনেমার শুটিং চলছিল। ঠিক সেই সময়ে একটি স্ট্যান্ট করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে। এদিকে সালমান খানকে মুম্বাইতে নিয়ে আসা হয়েছে। তবে তার আঘাত কতটা লেগেছে, তা স্পষ্টভাবে জানা জায়নি। বর্তমানে শুটিং বন্ধ রাখা হয়েছে। সিনেমার পরের শিডিউলের শুটিং হবে ইউরোপের মাল্টায়।
২০১৯ সালে মুক্তি পাবার কথা রয়েছে এই ‘ভারত’। উল্লেখ্য, সিনেমাটির শুটিং শুরু হয়েছে তিন মাস আগে। প্রথম শিডিউলের শুটিং এর সময় দিশা পাটানিকেও দেখা গেছে। প্রিয়াঙ্কা চোপড়া সিনেমাটি থেকে সরে যাওয়ার পরে, ক্যাটরিনা কাইফকে সেই জায়গায় নেওয়া হয়েছে। সিনেমাটিতে আরও দেখা যাবে জ্যাকি শ্রফ, টাবু, নোরা ফতেহি, বরুণ ধাওয়ানকেও।