তৈমুরের ফুটবল খেলা ভাইরাল
বড় হয়ে উঠছে সাইফ পুত্র তৈমুর আলী খান। বিভিন্ন সময় তার অসংখ্য ছবি ভাইরাল হয়েছে। এবার আবারও ভাইরাল তৈমুর আলী খান। ফুটবল খেলতে দেখা গেছে তাকে। বাবা সাইফ আলীর সঙ্গে ফুটবল খেলায় মেতে উঠতে দেখা যায় ছোট্ট নবাবকে।
ছবিতে ফুটবলে শট মারার চেষ্টা করতে দেখা গেছে তৈমুরকে। তৈমুরের ফুটবল খেলা দেখে মনে হচ্ছে এটি তার বেশ পছন্দ। তবে এই প্রথম নয়, এর আগেও বহুবার বাবার সঙ্গে ফুটবল খেলতে দেখা গেছে তাকে। সময় পেলেই তৈমুরকে ফুটবল খেলা শেখান সাইফ। উল্লেখ্য, সাইফের বাবা নবাব মনসুর আলি খান ছিলেন ভারতের জাতীয় দলের ক্রিকেট খেলোয়াড়। আর সাইফ আলি খান অভিনেতা। হয়তো ছোট্ট নবাব তৈমুরকে ফুটবলার হিসেবেই দেখতে চান সাইফ।