চিত্রনায়িকা পূর্ণিমা গুরুত্বর অসুস্থ হাসপাতালে (আইসিইউতে)
জনপ্রিয় চিত্রনায়িকা ও উপস্থাপিকা দিলারা হানিফ পূর্ণিমা গুরুত্বর অসুস্থ। তিনি ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। যার কারণে তাকে থাকতে হয়েছে নিবিড় পরিচর্যা কেন্দ্র হাসপাতালে (আইসিইউতে)।
২৪ অক্টোবর রাতে ফেসবুকে বিষয়টি জানিয়ে একটি পোস্ট দিয়েছেন পূর্ণিমার স্বামী আহমেদ ফাহাদ জামাল।
তিনি ফেসবুকে লেখেন, পূর্ণিমা ডেঙ্গুতে আক্রান্ত। তিনি আইসিইউতে ছিলেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে কমপক্ষে দুই সপ্তাহ পুরোপুরি বিশ্রামে থাকতে হবে। সবাই তার জন্য দোয়া করবেন।
এদিকে ফাহাদ জানান, আগের চেয়ে পূর্ণিমার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তার অবস্থা এখন ভালোর দিকে।