কি কাণ্ড, এবার অল্পবয়সী মডেলের প্রেমে সুস্মিতা
বয়স তার ৪২। তারপরও আগের মতেই মোহময়ী আছেন বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন। অভিনেত্রীর সৌন্দর্যে মুগ্ধ হয়ে বহু তরুণ ও পুরুষ জ্ঞান হারিয়েছেন। এমন পুরুষের সংখ্যা অনেক। সব সময়ই সাবেক এই বিশ্ব সুন্দরী প্রেম ও সম্পর্ক নিয়ে আলোচনায় রয়েছেন। ক্রিকেটার থেকে শুরু করে ব্যবসায়ী, বেশ বয়স থেকে কম বয়সী কার সঙ্গে নেই তার অন্তরঙ্গতা। একাধিকবার তার সম্পর্ক গড়ার খবর বেড়িয়েছে আবার তা ভেঙেছেও। নতুন করে মিস ইউনিভার্সের জীবনে আবারও প্রেমের ফুল ফুটেছে।
সুস্মিতার জীবনে এসেছে নতুন অতিথি। যার নাম রোহমান শল। পেশায় তিনি একজন মডেল। গুঞ্জন রটেছে, সুস্মিতা সেনের সঙ্গে এই উঠতি মডেলের প্রেমের সম্পর্ক গড়ে উঠেছে। সম্প্রতি ল্যাকমে ফ্যাশন উইকে সুস্মিতাকে তার দুই মেয়ে ও রোহমানের সঙ্গে দেখা গেছে। তারা একসঙ্গে বসে শো উপভোগ করেন। সুস্মিতার দুই মেয়ের সঙ্গে রোহমানকে দেখা গেছে উচ্ছ্বসিত ভঙ্গিতে। এমনকি এই জুটিকে একসঙ্গে দেখা গেছে বিমানবন্দরে।
এছাড়া সম্প্রতি আগ্রার তাজমহলেও ঘুরতে গিয়েছিলেন তারা। সেখানে বসেই একর পর এক ফটোসেশন করেছেন অসম প্রেমের এই জুটি।
ছবি আপলোড করে সুস্মিতা লিখেছেন, ‘লাভা অফ মাই লাইফ।’