কাপ সং দিয়ে কলকাতা মাতালেন বাংলাদেশের ভাইরাল কন্যা অবন্তী
ইউটিউবের মাধ্যমে ‘কাপ সং’ গেয়ে অনেক আগেই ভাইরাল হয়েছিলেন বাংলাদেশের মেয়ে অবন্তী সিঁথি। ভিন্ন বাদ্যযন্ত্রে সোলস ব্যান্ডের ‘কেন এই নিঃসঙ্গতা’ আর কুমার বিশ্বজিতের
‘যেখানে সীমান্ত তোমার’ শিরোনামের গান দুটি গেয়ে চমকে দিয়েছিলেন তিনি। এবার সেই সুর ও প্রতিভা দেখেছে ভারতবাসী।
গত শনিবার ভারতের টিভি চ্যানেল জি বাংলায় নিজের প্রতিভা দেখিয়ে চমক সৃষ্টি করলেন অবন্তী। এরপর থেকে অবন্তীর গাওয়া ও শিস বাজানো কিশোর কুমারের ‘আকাশ কেন ডাকে’ গানটি ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগমাধ্যমে।
ভারতের জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো ‘সারেগামাপা’র মঞ্চে এসে উপস্থিত সবাইকে চমকে দেন বাংলাদেশের মেয়ে অবন্তী সিঁথি। তার কণ্ঠ, কাপ মিউজিক আর শিস অতিথি সহ ভারতীয় সঙ্গীতপ্রেমীদের নজর কেড়েছে।
অবন্তীর এই বিস্ময়কর পরিবেশনা দেখে উপস্থিত বিচারক শ্রীকান্ত আচার্য, শান্তনু মৈত্র, কৌশিকী চক্রবর্তী, মোনালী ঠাকুর, পণ্ডিত তন্ময় বোস, রূপঙ্কর বাগচী, জয় সরকার ও শুভমিতার মতো নন্দিত শিল্পী-সুরকাররা আসন ছেড়ে উঠে দাঁড়ান। করতালি আর প্রশংসায় ভাসিয়ে দেন বাংলাদেশের মেয়েটিকে।
অনুষ্ঠানের নতুন পর্বের শুটিংয়ে অবন্তী সিঁথি এখন ভারতের কলকাতায় রয়েছেন।