ঢাকায় ফিরেছেন কিংবদন্তি নায়িকা ববিতা। টানা ৪ মাস পর কানাডা থেকে ১৯ নভেম্বর মধ্যরাতে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তিনি। নেমেই তিনি উৎকণ্ঠা নিয়ে খোঁজ নেন অসুস্থ চলচ্চিত্র ব্যক্তিত্ব আমজাদ হোসেনের। সংবাদিকদের কাছে ববিতা জানতে চান, ‘আমজাদ ভাই কেমন আছেন? কী অবস্থা তার। কোনও খোঁজ জানেন?’
এরপর তিনি বিমানবন্দরের ভেতর হাঁটতে হাঁটতে বললেন, ‘আমজাদ ভাই হাসপাতালে ভর্তি হয়েছেন, অবস্থা সংকটাপন্ন- খবরটা আমি কানাডায় বিমানে ওঠার কিছুক্ষণ আগে পাই। কিন্তু বিমানে থাকার কারণে বিস্তারিত খবর নিতে পারিনি। পুরোটা পথ আমজাদ ভাইয়ের জন্য দুশ্চিন্তা করেছি। উনার সুস্থতার জন্য দোয়া করেছি।’ অভিনেত্রী জানান, টানা চার মাস পর দেশে ফিরেছেন তিনি। কানাডায় ছিলেন একমাত্র ছেলে অনিকের সঙ্গে। তবে ঢাকায় ফিরেছেন একাই।