এই প্রথম কলকাতার সিনেমায় গান গাইলেন বাংলাদেশী কণ্ঠ শিল্পী কোনাল। প্লেব্যাকের পাশাপাশি মৌলিক গান নিয়েও ব্যস্ত সময় পার করছেন তিনি। গানটিতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন ইমরান। সিনেমাটির নাম ‘হৃদয়ের গহীনে’। পরিচালক মিনহাজুল ইসলাম অভি।
গানটির সুর করেছেন নাভেদ পারভেজ, লিখেছেন অনুরূপ আইচ।
এ বিষয়ে কোনাল বলেন, ‘এটা পাহাড়ি ধাঁচের গান, খুবই সুন্দর। গানের কথা ও শব্দ চয়নগুলো একেবারেই অন্য রকম। গানের কিছু জায়গায় ফিউশন আছে, ম্যান্ডোলিন আছে। শুনলেই মনে হবে পাহাড়ে বসে আছি। আশা করি গানটি সবার পছন্দ হবে।
সিনেমাটির শুটিং শুরু হবে নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে।
উল্লেখ্য, কোনাল সম্প্রতি—‘যদি একদিন’ ছবির ‘পারব না আমি তোমার হতে’, ‘ক্যাপ্টেন খান’ ছবির ‘এমন করে কেন তাকাও’, ‘জান্নাত’ ছবির ‘খুব বলতে ইচ্ছে হয়’ গানগুলো গেয়েছেন।