যৌন হয়রানি। সমাজের রন্দ্রে রন্দ্রে ঢুকে গেছে এই ব্যাধি। তবে শুধু মিডিয়ায় চলছে ‘হ্যাশট্যাগ মি-টু’ আন্দোলন। একের পর এক অভিনেত্রী-গায়িকা-নায়িকা মুখ খুলছেন বিষয়টি নিয়ে। অভিযুক্ত হচ্ছেন অনেক তারকা ও প্রভাবশালী মানুষ। বলিউডে নানা পাটেকারের বিরুদ্ধে যৌন হয়রানির ঘটনা সবার জানা। অভিনেত্রী তনুশ্রী দত্তর সেই অভিযোগের পর অনেকেই বিষয়টি নিয়ে মুখ খুলেন।
এবার ‘মি-টু’ নিয়ে নিজের কথা জানালেন প্রীতি জিনতা। তবে প্রীতি জানান, বলিউডে ক্যারিয়ার গড়তে এসে নিজে যৌন হয়রানির শিকার হননি। তিনি বলেন, আমার এধরনের কোনও অভিজ্ঞতা নেই। আর একটা কথা সত্যি যে মানুষ তোমার সঙ্গে সেভাবে ব্যবহার করবে যেমনটা তুমি সুযোগ দেবে। প্রীতি জিনতা আরও বলেন, এটা সত্যি যে অনেক ক্ষেত্রে নারী ও পুরুষ তাদের ক্ষমতার অপব্যবহার করেন। অনেক নারী ‘মি-টু’ বিষয়টিকে নিজেদের প্রচারণায় ব্যবহার করছেন। আবার সত্যিই এমন ঘটনার শিকার হয়েছেন অনেক নারী।