আইয়ুব বাচ্চু। একটি পাহাড় সমান গুনি মানুষের নাম। তার জনপ্রিয়তা শুধু বাংলাদেশে নয়, বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছে। দুই বাংলায় তাকে নিয়ে ভক্তদের উন্মাদনা প্রচুর। তাইতো প্রিয় শিল্পীকে স্মরণে অনুষ্ঠিত হতে চলেছে রক গানের কনসার্ট। ‘আইয়ুব বাচ্চু স্মরণে দুই বাংলার রকবাজি’ আগামী ২৪ নভেম্বর কলকাতার পাটুলি মাঠে আয়োজন করা হয়েছে। ‘কাফে কবিরা’ এর আয়োজনে দুই বাংলার জনপ্রিয় শিল্পীরা অংশ নেবেন এই কনসার্টে।
পশ্চিম বাংলা থেকে ‘শহর’, ‘ভূমি’, ‘চন্দ্রবিন্দু’, ‘লক্ষ্মীছাড়া’, ‘মহিনের ঘোড়াগুলি’ ও ‘ক্যাকটাস’ ব্যান্ড এ আয়োজনে অংশ নেবে। এ ছাড়া অনিন্দ্য চট্টোপাধ্যায়, সৌমিত্র, অভিজিৎ, উপল, শিলাজিৎ, গৌরব, প্রদীপ চট্টোপাধ্যায় [বুলা], বাপি, দেব চৌধুরী, সিধুও সঙ্গীত পরিবেশনের মাধ্যমে স্মরণ করবেন আইয়ুব বাচ্চুকে। বাংলাদেশ থেকে এতে অংশ নেবেন মাকসুদ হক (মাকসুদ ও ঢাকা), জর্জ লিঙ্কন ডি কস্তা (আর্টসেল), মেহরীন ও সিনা হাসান (বাংলা ফাইভ)। কনসার্টে উপস্থিত থাকবেন আইয়ুব বাচ্চুর প্রথম গিটার শিক্ষক জেকাব ডায়াস, সুব্রত বড়ূয়া রনি এবং ইমরান হোসেনও।