শাকিব খান ও নুসরাত ফারিয়া। ‘শাহেনশাহ’ চলচ্চিত্রের মধ্য দিয়ে প্রথবারের মতো জুটি বাঁধলেন তারা। বর্তমানে এফডিসিতে চলছে এই সিনেমার শুটিং। পুরো সেট সাজানো হয়েছে নবাব বাড়ির আদলে। সেখানেই এই প্রথম একই ফ্রেমে বন্দি হন তারা।
এদিকে দুই তারকার ভক্তরা অপেক্ষায় আছেন পর্দায় তাদের রসায়ন দেখতে। ‘শাহেনশাহ’ পরিচালনা করছেন তরুণ নির্মাতা শামীম আহমেদ রনি। উল্লেখ্য, গত ৫ আগস্ট সিনেমাটির ঘোষণা দেন রনি। শাপলা মিডিয়ার প্রযোজনায় নির্মিতব্য এই সিনেমার মূল দুই চরিত্রে অভিনয় করবেন সুপারস্টার শাকিব খান ও চিত্রনায়িকা নুসরাত ফারিয়া।