রাজধানিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ওপেন এয়ার কনসার্ট। কনসার্টিতে সুরের মূর্ছনায় ভাসাবে দেশের জনপ্রিয় ১২টি ব্যান্ড দল। এর মধ্যে রয়েছে সোলস, মাইলস, ফিডব্যাক, ওয়ারফেজ, দলছুট, শিরোনামহীন, মাকসুদ ও ঢাকা, পাওয়ারসার্জ, নেমেসিস, ভাইকিংস, আর্বোভাইরাস ও দৃক।
বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশন বা বামবা ও পিএফডিএ-ভোকেশনাল ট্রেনিং সেন্টার (পিএফডিএ-ভিটিসি),সমাজকল্যাণ মন্ত্রণালয় ও স্ক্যাইট্র্যাকার লিমিটেডের উদ্যোগে ২৮ সেপ্টেম্বর রাজধানী বনানীর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই বিশাল কনসার্ট।
আয়োজকরা জানিয়েছেন, গানের মাধ্যমে সারাদেশে অটিজম বিষয়ে সচেনতা ছড়িয়ে দেওয়ার জন্য এই ওপেন এয়ার কনসার্টের আয়োজন করা হচ্ছে।
এই কনসার্টের টিকেটের মূল্য রাখা হয়েছে ২০০ টাকা। নির্দিষ্ট বিশ্ববিদ্যালয়, স্বপ্ন আউটলেট এবং ঢাকা শহরের বিভিন্ন স্থানে পরিচালিত ক্যারাভান ও অনলাইন প্লাটফর্ম বাগডুম ডট কমে টিকেট পাওয়া যাবে।