চিত্রপরিচালক বুলবুল আহমেদ। তার নতুন সিনেমা ‘রৌদ্র ছায়া’। সিনেমার বেশিরভাগ অংশের শুটিংয়ের পর হঠাৎ করেই তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। বর্তমানে অনেকটা সুস্থ তিনি। এবার তাই সিনেমার বাকি অংশের কাজ শেষ করতে চান পরিচালক। নতুন খবর হচ্ছে- এ সিনেমার সঙ্গে সম্প্রতি যোগ হয়েছেন ওমর সানী। সিনেমাতে ওমর সানী নিজ চরিত্রেই থাকছেন। একজন সুপারস্টার হিসেবে দেখা যাবে তাকে। এ প্রসঙ্গে বুলবুল বলেন, ‘একজন সুপারস্টার ওমর সানীকেই আমাদের সিনেমায় দেখাব। সিনেমার শুরুটাই হবে তাকে দিয়ে।
তার গল্প বলার শুরু দিয়েই সিনেমার কাহিনী শুরু হবে। আমি চেষ্টা করছি ওমর সানীকে তার হিরোইজম বজায় রেখে যতটা ভালোভাবে উপস্থাপন করা যায়।’ ওমর সানী বলেন, ‘বুলবুল জিলানী আমার বন্ধু। তার বিশেষ অনুরোধেই এ সিনেমাতে কাজ করা। জিলানী আমাকে একজন নায়ক হিসেবে এ সিনেমায় যে সম্মান দেখানোর চেষ্টা করছে, তার সেই চেষ্টাকে আমি সাধুবাদ জানাই। আমার বিশ্বাস সিনেমার শুরুটা দর্শকের কাছে অনেক চমকের হবে।’ ডিভাইন এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিতব্য এ সিনেমার কাহিনী লিখেছেন সেলিনা চৌধুরী। এতে আরও অভিনয় করছেন আইরিন, নীরব, সুষমা প্রমুখ।