দর্শকনন্দিত ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’। ইদানিং দেশের গুরুত্বপূর্ণ স্থানগুলোয় ধারণ করা হচ্ছে অনুষ্ঠানটি। সেই ধারাবাহিকতায় এবারের পর্ব ধারণ করা হয়েছে সুনামগঞ্জ জেলার দুর্গম অঞ্চল সীমান্তঘেঁষা তাহেরপুর উপজেলার টেকেরঘাটে। ‘ইত্যাদি’এবার সাজানো হয়েছে দেওয়ান হাছন রাজা, রাধারমণ দত্ত, দুর্বিন শাহ এবং শাহ আবদুল করিমসহ অসংখ্য সাধকদের জন্মস্থান সুনামগঞ্জে ইতিহাস, সংস্কৃতির উপর ভিত্তি করে। তাদের ওপর রয়েছে একটি প্রতিবেদন। ঢাকার আশুলিয়ার মাইনুল মাজেদিনের ঘড়ি সংগ্রহ এবং জার্মানপ্রবাসী দৌড়বিদ ঢাকার নবাবগঞ্জের শিব শংকর পালের ওপর রয়েছে একটি প্রতিবেদন।
সুনামগঞ্জের দেওয়ান হাছন রাজা, রাধারমণ দত্ত, দুর্বিন শাহ ও শাহ্ আবদুল করিমের লেখা চারটি গানের অংশ বিশেষের সমন্বয়ে একটি গান গেয়েছেন শুভ্রদেব ও সেলিম চৌধুরী। এছাড়া সুনামগঞ্জকে নিয়ে মোহাম্মদ রফিকউজ্জামানের কথায়, হানিফ সংকেতের সুরে এবং মেহেদীর সঙ্গীতায়োজনে একটি গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেছেন টেকেরঘাটের নৃত্যশিল্পীরা। চাপমুক্ত থাকার উপায়, নির্বাচন প্রার্থীর আসল রূপ, কথা নিয়ে কথা, দান-প্রতিদান, পারিবারিক কলহে অন্যের প্রভাব, এগিয়ে থাকার অসুবিধা এবং নিয়মিত পর্বসহ এবারও রয়েছে বিভিন্ন সমসাময়িক ঘটনা নিয়ে বেশ কিছু নাট্যাংশ। ইত্যাদির এ পর্বটি প্রচার হবে ৩০ নভেম্বর রাত ৮টার বাংলা সংবাদের পর বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে। অনুষ্ঠানটি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন নন্দিত নির্মাতা হানিফ সংকেত।